শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা

উন্নত পল্লী উন্নত দেশ “বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে শার্শার বাহাদুপুর স্কুলে কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কতৃক বাস্তবায়নাধীন (ইরেসপো) ২য় পর্যায় প্রকল্পের আওতায় বুধবার দুপুরে শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ১০০জন প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, পেনসিল বক্স সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।এছাড়া প্রতিমাসে কিশোরী ২০০ টাকা জমা করলে সরকার ৪০০ টাকা প্রনোদন দেয়।

উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা এস এম শাখির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন,প্রধান শিক্ষক গোলাম রসূল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password