রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের নিচে পড়েও ভাগ্যের জোরে প্রাণ রক্ষা পেয়েছে এক শিক্ষার্থীর। মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চলন্ত ট্রেনটির সাথে ওই স্কুল ছাত্রের কাঁধে থাকা ব্যাগের ধাক্কা লাগে। তাতে ট্রেনের নিচে চলে যায় ওই তরুণ। এরপর রেল লাইনের মাঝামাঝি শুয়ে ছিল এই স্কুল ছাত্র।
ওই সময় ট্রেনটি ধীর গতিতে চলছিল। আশাপাশে থাকা লোকজন তাকে নড়াচড়া করতে নিষেধ করে। পরে ট্রেন থামলে সে বেরিয়ে আসে। ট্রেনটি মালবাহী ছিল তাই এর গতিও ছিল ধীর। সেই শিক্ষার্থী সুস্থ রয়েছে বলে জানা গেছে। এই লিঙ্কে ক্লিক করলে স্কুল ছাত্রের রক্ষা পাওয়ার ভিডিওটি দেখা যাবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন