নওগাঁর বদলগাছি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার গোবরচাঁপা হাটের তিন মাথার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জয়পুরহাট থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে রফিকুল ইসলামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন।
নওগাঁর বদলগাছি থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন