নওগাঁর বদলগাছিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর বদলগাছিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর বদলগাছি উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার গোবরচাঁপা হাটের তিন মাথার মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে জয়পুরহাট থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে রফিকুল ইসলামের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নিহত হন।

নওগাঁর বদলগাছি থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password