নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১ম শ্রেনীর ছাত্রী মোছা: ফাতেমা (৬) নামের এক শিশু মারা গেছে। সে উপজেলার জাতআমরুল গ্রামের উজ্জলের মেয়ে ও আহসানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী।

আজ বুধবার (২২ মার্চ) দুপুরে শিশু ফাতেমা স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে টিন বোঝায় অবৈধ যান ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আত্রাই থানার এসআই রাশেদুল ইসলাম বলেন, দুর্ঘনার পর ভটভটির চালক পলাতক রয়েছে। ভটভটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। শিশু ফাতেমার লাশটি এ সংবাদ লেখা পর্যন্ত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password