নওগাঁর রানীনগরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৪

নওগাঁর রানীনগরে পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ৪

নওগাঁর রানীনগর উপজেলায় পুলিশের অভিযানে ৭ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৫ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার পূর্ব বালুভরা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার সদরের উত্তর রাজাপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে বাবলু মণ্ডল (৩৬), দাউতপুর গ্রামের শ্যাম ফকিরের ছেলে ফারুক ফকির (৫১), বিষ্ণপুর গ্রামের বাবু প্রামানিকের ছেলে শাহিন কাজী (৩২) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত সালামত প্রামানিকের ছেলে রবিউল প্রামানিক (৩৪)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তারা চারজন হেরোইন বিক্রির উদ্দ্যেশ্যে পূর্ব বালুভরা গ্রামে অবস্থান করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

ওসি আরও বলেন, রাতেই তাদের চারজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password