অবরোধের আগেই রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকায় তিন জায়গায় তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। সায়েদাবাদ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে। শনিবার সন্ধ্যায় কয়েক মিনিটের ব্যবধানে রাজধানীর সায়েদাবাদ, সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যা ৭ টা থেকে সাড়ে সাতটার মধ্যে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে আগুন দেয় কে বা কারা। নিউমার্কেটের গাউসিয়ার সামনে মিরপুর লিংক পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রায় একই সময়ে রাজধানীর সায়েদাবাদ জনপথের মোড়ে একটি বাসে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট তিনটি এলাকার বাসের আগুন নেভায়। এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন