যশোরের বেনাপোলে ২৫ ভূমিহীন পরিবার পেল বাড়ি।

যশোরের বেনাপোলে ২৫ ভূমিহীন পরিবার পেল বাড়ি।
MostPlay

যশোরের বেনাপোলে ২৫ ভূমিহীন পরিবার পেল বাড়ি।

যশোরের বেনাপোলে ’কুলপালা গুচ্ছগ্রামে’ ২৫ ভূমিহীন পরিবার পেল বাড়ি। “শেখ হাসিনার অবদান ভূমিহীনদের বাসস্থান” এই শ্লোগান নিয়ে যশোরের শার্শা উপজেলার গুচ্ছগ্রামে ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের আওতায় সরকারি অর্থায়নে “কুলপালা গুচ্ছগ্রামের ২৫ ভূমিহীন পরিবার পেয়েছে বাড়ি।

সোমবার ১৪ জুন দুপুর ১২টার সময় কুলপালা গুচ্ছগ্রামে ২৫টি ঘরের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন (এমপি)।

ঔ আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক মঞ্জু, সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি, প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা মোঃ লাল্টু মিয়া ও স্থানীয় চেয়ারম্যান সোহরাব হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐ গ্রামের ২৫ হতদরিদ্র ও ভূমিহীন পরিবার বসবাসের জন্য বাড়ি পেয়ে খুব খুশি হয়েছে বলে জানান। এবং উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেন এমপি মহোদয়।

যশোরের ঝিকরগাছায় সংসদ সদস্যের সাথে ইউনিয়ন ও উপজেলা নেতাদের সাথে বৈঠক।

মন্তব্যসমূহ (০)


Lost Password