মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশের ২ জেলে গুলিবিদ্ধ

মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশের ২ জেলে গুলিবিদ্ধ

কক্সবাজার টেকনাফ নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি ২ জেলে গুলিবিদ্ধ হয়। এরা হলেন টেকনাফ এর শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার মোহাম্মদ ঈসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরের শাহপরীর দ্বীপ মাঝের পাড়া এলাকায় ছিদ্দিক এর ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাপ নদী দিয়ে কূলে ফিরছিলেন।

সীমান্তে এমন অস্থিরতার মধ্যে নাফ নদীতে নৌ মহড়া করছে কোস্ট গার্ড। নাপ নদীর এই নৌ মহড়ায় যোগ দেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডিমরাল মীর এরশাদ আলী। এসময় তিনি বলেন, সীমান্ত দিয়ে আর কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবেনা! এছাড়া মাদক চোরাচালানসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ারও কথা জানান তিনি।

আমাদের যেকোনো সময় দিন-রাত ২৪ ঘন্টা কোস্ট গার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা করছে। সার্বক্ষণিক আমরা সবসময় নজরদারিতে রাখছি। মহাপরিচালক আরও বলেন সীমান্ত সুরক্ষায় নদীপথে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে তাদের বহরে যুক্ত হচ্ছে আধুনিক সব সরঞ্জামাদি। এদিকে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও মিয়ানমার আর্মির ৩৮৫ জন সদস্য। তারা বর্তমান বিজিবির হেফাজতে রয়েছে। শীগ্রই তাদের মিয়ানমার ফেরত পাঠানো হবে বলে জানান কোস্ট গার্ডের মহাপরিচালক।

মন্তব্যসমূহ (০)


Lost Password