মিয়ানমার থেকে আবারও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

মিয়ানমার থেকে আবারও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আবারও ১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার ১৬ এপ্রিল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ি, বাইশফাড়ি ও রেজুপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন বলে জানা গেছে।

তবে পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের নিরস্ত্র করে নিরাপদে আশ্রয় দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনীর সদস্যরা সংঘাতে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, গত কয়েকদিন মিয়ানমারের অভ্যন্তরে আবার ব্যাপক সংঘর্ষ হওয়ায় সরকারি জান্তা বাহিনীর সদস্যরা প্রাণ ভয়ে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়েছেন।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পালিয়ে আসা মিয়ানমার বিজিপির ১৩ সদস্যকে নিরস্ত্র করে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ১১ মার্চ মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের পর বাংলাদেশে পালিয়ে আসা বিজিপির ১৭৯ সদস্যকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের ১১ বিজিবি ক্যাম্প সংলগ্ন বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password