কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেশের ৯ জেলায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর থেকে হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে নরসিংদীর রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় ৪ জন প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন-রায়হান, জাবেদ, খোকন ও সামসুন নাহার। তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বজ্রাঘাতে ৩ জন মারা গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া, কুমিল্লা ও পাবনায় প্রাণ হারিয়েছেন দুইজন করে মোট ৪ জন। আর, নেত্রকোণা, নওগাঁ, দিনাজপুর. পটুয়াখালী ও কুড়িগ্রামে ১ জন করে মোট ৫ জন মারা গেছে।
রাজধানীতে বিকেল ৫টার পর থেকেই শুরু হয় ঝড়-বৃষ্টি। ঘণ্টায় ১০২ কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়। সাথে ছিল বজ্রপাত। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন