নওগাঁর মান্দায় গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দায় গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নওগাঁর মান্দায় গরুবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে একজন গরু ব্যবসায়ী নিহত হয়।

শুক্রবার (২৩ জুন) দুপুরে দেলুয়াবাড়ি টু চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ীর নাম সাহাবুদ্দীন বাবু (৩৬)। তিনি মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে। এ দুর্ঘটনায় ভটভটির চালক বাবুল হোসেন (৩৩) আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, চৌবাড়িয়া হাটে গরু নামিয়ে বেপরোয়া গতিতে আসা একটি ভটভটির সঙ্গে গরুবোঝাই আরেকটি ভটভটির সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ভটভটিটি উল্টে যায়। এ সময় বাবু ভটভটির ওপর থেকে ছিটকে পড়ে উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্বজনরা জানান, নিহত বাবু একটি ভটভটিতে করে গরু নিয়ে বিক্রির জন্য চৌবাড়িয়া হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে তাঁদের ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password