গোপালদী বাজারে ডাকা‌তি কালে ডাকাত পু‌লি‌শের গুলাগু‌লিতে ১ পুলিশ আহত

গোপালদী বাজারে ডাকা‌তি কালে ডাকাত পু‌লি‌শের গুলাগু‌লিতে ১ পুলিশ  আহত
MostPlay

নিজস্ব বার্তা প্রেরক : আড়াইহাজার গোপালদী‌ বাজা‌রে ডাকাত-পুলিশের মধ্যে গুলাগুলির ঘটনায় ১ পুলিশ গুলিবিদ্বসহ ডাকাতের কোপে আহত হয়েছে আরো ৭ জন। মঙ্গলবার রাত পোনে ১টায় উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে। আহত পুলিশের হচ্ছেন এস আই সোহরাব হোসেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত পোনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। এমন সময় স্পীডবোড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এসে এক সাথে ৩টি দোকানে হানা দেয়। 

ডাকাতির খবর পেয়ে ডিউটিরত পুলিশ দ্রুত ঘটনাস্থল গোপালদী বাজারে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি করে। ৫/৭ মিনিট চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে আশে-পাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পুর্বেই ডাকাতদল বাজারের বিপ্লব বিশ্বাস , বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

আরো জানা যায়, ডাকা‌তির ঘটনা ঘটার সময় তাৎক্ষ‌নিক গোপালদী বাজারের কর্তব‌্যরত পাহাড়াদাররা গোপালদী বাজার ব‌নিক স‌মি‌তির সাধারন সম্পাদক আবুল মনসুর সা‌হেব‌কে জানা‌নোর সা‌থে সা‌থে তি‌নি গোপালদী ও তার আ‌শে পা‌শের লোকজন নি‌য়ে ঘটনাস্থ‌লে যান এবং পু‌লিশ‌কে অব‌হিত ক‌রেন। 

বুধবার ১ সেপস্টেম্বর আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে । এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

পুলিশ ছাড়া ডাকাতের দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস( ১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)কে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তারা যার যার বাড়ি চলে গেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password