আর কতদিন থাকবে এই দাবদাহ?

আর কতদিন থাকবে এই দাবদাহ?

তীব্র গরম যেন আগুনে রৌদ বইছে বাহিরে। জারি করা হয়েছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতিতে যখন জনজীবনে হাঁসফাঁস। তখন সবার মনে একটাই প্রশ্ন আর কতদিন এই দাবদাহ।

এ সময় সবাইকে আশ্বাস করে সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ। তিনি বলেন, এমন তাপপ্রবাহ আর সপ্তাহখানেক অব্যাহত থাকতে পারে। তাপপ্রবাহ আরও কয়দিন তীব্র থাকবে। আকাশে মেঘ থাকায় আজ দিনের তাপমাত্রা কম থাকতে পারে, তবে সেটা উল্লেখযোগ্য নয়।

আবহাওয়াবিদ আরও বলেন, আগামী ৭ থেকে ৮ দিন পর তাপমাত্রা কমতে পারে। তবে ৮ থেকে ১০ দিনের মধ্যে লঘুচাপ ও নিম্নচাপের কোনো আশঙ্কা নেই। এদিকে আবহাওয়া অধিদপ্তর, ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার সময় আরও তিন দিন বাড়িয়েছে। আজ সোমবার সকালে আগামী ৭২ ঘণ্টার জন্য নতুন সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। তীব্র গরমে পরিস্থিতি আমলে নিয়ে কাজ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

কর্তৃপক্ষ বলছে, হিটস্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধে মেডিকেল কলেজ থেকে কমিউনিটি ক্লিনিক সব জায়গায় দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password