নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ ও ১ মণ হাঙর পাওয়া গেল ট্রলারে

নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ ও ১ মণ হাঙর পাওয়া গেল ট্রলারে

নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙ্গর ও সাড়ে ৭ মণ পীতাম্বরী মাছসহ একটি মাছধরা ট্রলার আটক করেছে কোস্টগার্ড। পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রি নিষিদ্ধ ৫০ মণ শাপলাপাতা মাছ, সাড়ে ৭ মণ পিতম্বরী ও ১ মণ হাঙরসহ একটি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মহিপুরের খাপড়াভাঙ্গা নদীসংলগ্ন একটি বরফকলের সামনে থেকে ট্রলারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নিজামপুর কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন।

তিনি বলেন, ‘বন্যপ্রাণী সংরক্ষণ আইনে শাপলাপাতা মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে। সাগর নিরাপদ রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।’

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে মৎস্য বন্দর মহিপুরের খাপড়াভাঙ্গা নদীসংলগ্ন একটি বরফকলের সামনে থেকে একটি ট্রলার আটক করা হয়। এ সময় ৫০ মণ শাপলাপাতা মাছ, ১ মণ হাঙ্গর ও সাড়ে ৭ মণ পিতম্বরী মাছ জব্দ করা হয়। মহিপুর বন বিভাগের উপস্থিতিতে রাতেই জব্দ করা মাছ মাটিচাপা দেওয়া হয়। জেলেদের কাছ থেকে শাপলাপাতা মাছ না ধরার মুচলেকা নিয়ে ট্রলারটি ছেড়ে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, জব্দ করা মাছের অবৈধ বাজারমূল্য প্রায় সাড়ে ৫৮ লাখ টাকা।

মন্তব্যসমূহ (০)


Lost Password