নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালো ইঞ্জিনচালিত মালবাহী একটি ভটভটি উল্টে মাহাবুবুর রহমান (১৮) নামের এক ভটভটি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন ব্যক্তি । আজ ১০ জুন, শনিবার সকাল ৯টার দিকে নওগাঁ-নাটোর সড়কে আত্রাই উপজেলার বিহারীপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহাবুবুর একই উপজেলার সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন- আত্রাইয়ের কাশিয়াবাড়ী গ্রামের সখিমুদ্দিনের ছেলে রহিদুল (৪৫), সদুপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জল (৫০) ও দিঘা গ্রামের এমদাদুল হকের ছেলে রাসেল (২০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভটভটিটি মালামাল নিয়ে আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী হাটে যাচ্ছিল।পথে ঘটনাস্থলে চার মাথার মোড়ে দু’দিক থেকে আসা ভ্যানকে সাইড দিতে গিয়ে অতিরিক্ত বাঁক হওয়ায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মাহাবুবুর নিহত হন এবং আহত হন আরো তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, মাহাবুবুরকে মৃত অবস্থায় পেয়েছি। আহত তিনজনের মধ্যে রাসেল ও মোফাজ্জল চিকিৎসাধীন রয়েছেন। রহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন