নওগাঁয় পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু এবং ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনকে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনকে হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ প্রতিবেদক কে জানান, আজ শুক্রবার রাত ৯টারদিকে নওগাঁ জেলা সদর উপজেলার নওগাঁ টু রাজশাহী সড়কের 'আব্দুল জলিল শিশু পার্ক' এর মূল গেটের সামনে এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে পার্কের সামনে দাঁড়িয়ে থাকা ৫-৬টি ব্যাটারী চালিত অটোকে চাপা দেয়। এদূর্ঘটনার গুরুতর আহতদের উদ্ধার করে স্থানিয় লোকজন নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত থানা পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছান।
আরো জানান, নওগাঁ সদর হাসপাতালে মোট ২০ জন কে আহত অবস্থায় ভর্তি করার পর ৪ জনের অবস্থা আশংখ্যাজনক হওয়ায় ১ জনকে বগুড়া ও ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
অপরদিকে, নওগাঁর আত্রাই উপজেলায় ভাইয়ের মোটরসাইকেলে চড়ে বেড়ানোর সময় অ-সাবধানতা বশত মোটরসাইকেলের চাকার সাথে ওড়না পেচিয়ে 'শ্বাসরোধে' কিশোরী বোনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটেছে ঈদের দিন বৃহস্পতিবার বিকেলে আত্রাই উপজেলার নওগাঁ টু নাটোর আঞ্চলিক মহাসড়কের থাও গ্ৰাম মোড় নামক স্থানে। নিহত কিশোরী রশ্নি আক্তার (১৪) আত্রাই উপজেলার থাও গ্রামের আঃ রাজ্জাক এর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানাগেছে, ঈদের দিন বিকেলে 'ঈদ আনন্দে' কিশোরী রশ্নি আক্তার তার বড় ভাই ফারুক হোসেন এর সাথে মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে ঘুড়তে বের হোন। এক পর্যায়ে নওগাঁ টু নাটোর আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় তাদের গ্রামের মোড়ে পৌছামাত্র বোনের ওড়না মোটরসাইকেলের চাকার সাথে পেচিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল পড়ে যায়। সাথে সাথে লোকজন এগিয়ে এসে গুরুতর আহত রশ্নি আক্তার কে উদ্ধার করে স্থানিয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রশ্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ দূর্ঘটনায় আহত ভাই ফারুক হোসেন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঈদের দিন কিশোরী রশ্নি'র মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশী লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মোটরসাইকেলের চাকায় ওড়না পেচিয়ে কিশোরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান।
এছাড়া ঈদের দিন বিকেলে নওগাঁ জেলা সদর উপজেলার নওগাঁ টু রাজশাহী মহাসড়কের হাপানিয়া বাজার নামক স্থানে বিপরীদমুখী দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ ৭ জন আহত হোন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন স্থানিয় লোকজন। তবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি স্থানীয়রা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন