নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ২

নওগাঁর মান্দায় ট্রাক্টর ও অটো-বাইক সংঘর্ষে দূর্ঘটনাস্থলে মা নিহত, বাবা ও মেয়ে আহত। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে নওগাঁর মান্দার গোয়ালমান্দা সুইসগেট মোড় এলাকায়।

নিহত সানোয়ারা বেগম (৬৪) হলেন, নওগাঁর আত্রাই উপজেলার হাট কালুপাড়া গ্রামের মুনসুর রহমান এর স্ত্রী। এদূর্ঘটনায় নিহতের স্বামী মনসুর রহমান (৭১) এবং তার মেয়ে মোসাঃ ফুলেরা বেগম (৩৩) আহত হন। আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্থানীয়রা। দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় মেয়ে মোসাঃ ফুলেরা বেগম কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

স্থানিয়রা জানায়, মান্দার প্রসাদপুর বাজারে ডাক্তার দেখিয়ে চার্জার ব্যাটারি চালিত একটি অটো-বাইক যোগে বাড়ি ফিরছিলেন, মনসুর রহমান, তার স্ত্রী, মেয়ে ও নাতনি। পথে ঘটনাস্থলে পৌছালে বে-পরোয়া গতীতে আসা বিপরীদমুখি ধান বোঝাই একটি ট্রাক্টরের সাথে অটো-বাইকের সংঘর্ষ ঘটে। এসময় দূর্ঘটনাস্থলেই নিহত হোন সানোয়ারা বেগম এবং তার স্বামী ও মেয়ে গুরুতর আহত হওয়ায় স্থানিয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় ধান বোঝাই ট্রাক্টরটি নিয়ে তার চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে স্থানিয় লোকজন ধাওয়া করায় কিছুদূরে গিয়ে ট্রাক্টর রেখে চালক ও হেলপাড় পালিয়ে যান। দূর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশের টিম দূর্ঘটনাস্থলে পৌছান।

নিহত ও আহতদের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী জানান, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে থানা দূর্ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password