সকালের যে ব্যায়াম করলে শরীর ভালো থাকে

সকালের যে ব্যায়াম করলে শরীর ভালো থাকে

সকালে ঘুম থেকে ওঠা ও শরীরচর্চা করলে শরীর ভালো থাকবে। তবে আপনাকে খুব ভারী ব্যায়াম করতে হবে এমন নয়। সকালে হাঁটা বা হালকা ব্যায়াম করতে পারেন।
এ বিষয়ে হলি ফ্যামিলি হাসপাতালের কার্ডিওলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. উত্তম কুমার দাস বিডিটাইপকে বলেন, সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। এ ছাড়া কমপক্ষে ৩০ মিনিট হাঁটা ও হালকা ব্যায়াম করতে পারেন। এমনভাবে হাঁটতে হবে যেন শরীর থেকে ঘাম ঝরে।


আসুন জেনে নিই কোন ব্যায়াম করবেন

দুই পা সামনে রেখে চেয়ারে সোজা হয়ে বসুন। এবার দুই হাত কোলের ওপর রেখে মাথা ও ঘাড় সোজা রাখুন। এক পা মাটিতে চেপে রেখে অন্য পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে মেরুদণ্ড টান টান করুন । এবার শ্বাস নিতে নিতে কিছুক্ষণ এই অবস্থানে থেকে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।


এবার অন্য পায়েরও একইভাবে বুড়ো আঙুলে ভর দিয়ে শ্বাস ছেড়ে আগের জায়গায় আসুন। একসঙ্গে দুই পায়ের বুড়ো আঙুলে ভর দিয়ে গোড়ালি উঁচু করে শ্বাস টানুন। শ্বাস ছেড়ে আসন শুরুর অবস্থানে ফিরে আসুন।
ঘুম থেকে ওঠে এভাবে কমপক্ষে পাঁচবার করার অভ্যাস করুন। নিয়মিত এ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password