অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা পৌঁছেছে ঢাকায়

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা পৌঁছেছে  ঢাকায়
MostPlay

দেশে করোনা সংক্রামণ রোধে মরিয়া হয়ে পরেছে সরকার । একের পর এক দেশের সাথে টিকা কেনার চুক্তি করছে সরকার এবং তা বাস্তবায়ন ও করছে সরকার। এবার বন্ধু দেশ জাপান থেকে আনলো ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা।

শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে টিকা বহনকারী বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ সূত্রে জানা যায়, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে এ টিকা দেশে এসেছে।

এর আগে গতকাল শুক্রবার জাপান থেকে টিকা আসার বিষয়টি জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password