মাদারীপুরে স্ত্রী হত্যা, র‌্যাবের হাতে গ্রেফতার স্বামী।

মাদারীপুরে স্ত্রী হত্যা,  র‌্যাবের হাতে গ্রেফতার স্বামী।

মাদারীপুরে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী খোকন শেখকে পাবনা জেলার কাচারীপাড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব -৮। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাব -৮এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ এর ক্যাম্প থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই শুক্রবার মাদারীপুরের শিবচর উপজেলার মাদবর চর ইউনিয়নের বাঁশ বাগান থেকে অর্ধগলিত পরিত্যক্ত অবস্থায় ঝর্ণা বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ,২/৩ দিন আগেই হত্যা করা হয় ঝর্নাকে ।

এ ঘটনায় নিহতের বোন শাহিদা (৪৫) বাদী হয়ে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নিহত ঝর্নার স্বামী খোকন শেখ আত্মগোপনে চলে যায়।র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মোঃ রবিউল ইসলাম জানান, র‌্যাবের ছায়া তদন্তের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে ঝর্না হত্যা মামলার প্রধান (একমাত্র) আসামি স্বামী খোকন শেখকে গ্রেপতার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে শিবচর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। দেশের বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password