স্বাধীনতার ৫০ বছর পরও কেন আমার ভাইয়েরা রক্ত দেবে

স্বাধীনতার ৫০ বছর পরও কেন আমার ভাইয়েরা রক্ত দেবে

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে  বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে আমার ভাইয়েরা কেন রক্ত দেবে? ৫০ বছর আগে মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিয়েছি। তা হলে স্বাধীনতার ৫০ বছর পরও কেন আবার রক্ত দিতে হবে? 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের হতাহতের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা ও গুলি করে হত্যার ঘটনা প্রমাণ করে সরকার রাষ্ট্রযন্ত্রের ছায়াতলে দলীয় সন্ত্রাসীদের নামিয়ে দিয়ে দেশে নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। সভায় অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবি জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদরেছ আলী ইছার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা হেফাজতের কর্মসূচিতে হামলাকারীদের আইনের আওতায় আনার এবং অবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করেন। এর আগে বেলা ১১টার দিকে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির আরেকটি অংশ। সেখানে বক্তব্য দেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password