এবার দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

এবার দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত
MostPlay

সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকের ২১ কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই পরিচালক, চার উপ-পরিচালক, ছয় সহকারী পরিচালক এবং অন্যান্য পদের ৯ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এ নিয়ে দুদকের মোট ১২৯ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০৫ জন সুস্থ হলেও মারা গেছেন এক পরিচালকসহ তিনজন।

শনিবার (১০ এপ্রিল) দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্নীতি দমন ও প্রতিরোধে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন। তবু দুদক থেমে নেই। গুরুত্বপূর্ণ কাজগুলো তাদের করতে হচ্ছে। সরকারি বিধিনিষেধের নির্দেশনা অনুসরণ করে কমিশনের যাবতীয় কর্মকাণ্ড চলমান আছে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজন পরিচালক হাসপাতালে ভর্তি আছেন। তিনি আশঙ্কামুক্ত নন। বাকিরা বাসায় চিকিৎসাধীন আছেন। এর আগে দুদকের তিন মহাপরিচালকসহ ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তখন তিন কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password