আঞ্চলিক রাজনীতির নতুন সূচনা এখন "ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি"

আঞ্চলিক রাজনীতির নতুন সূচনা এখন  "ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি"

আঞ্চলিক রাজনীতিতে শক্ত অবস্থান তৈরী করতে বিভিন্ন দেশ বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে। তবে এইবারের আঞ্চলিক রাজনীতির হট টপিক  হলো ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি। কিছুদিন আগেই এই পন্থা তেরী করে পাকিস্তান। ইমরান খান বন্ধুত্ব সূলভ উপহার হিসেবে মোট ৩২ টা দেশে আম পাঠায়। চীন এবং যুক্তরাষ্ট্র তা নিতে অস্বীকৃতি জানায় এবং অন্যান্য দেশ তা গ্রহন করে নেয়। ব্যাপার টা এইখানেই শেষ। কিন্তু আঞ্চলিক রাজনীতির মারপ্যাচ উল্টে যায় ২ দিন আগেই।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ - পাকিস্তানের সম্পর্কে খুব একটা উন্নয়ন দেখা যায়নি।পাকিস্তান বারবার চেষ্টা করলেও বাংলাদেশ তাতে সাড়া দেয়নি। কিন্তু ২ দিন আগেই বাংলাদেশের পক্ষ হতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বরাবর ১ হাজার কেজি আম পাঠানো হয়। যা আমাদের প্রতিবেশী দেশের সংবাদমাধ্যম গুলোর কেন্দ্রবিন্দু হয়ে উঠে। এই ডিপ্লোম্যাসি তে বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতিগত ফাটল গুলো দূর হয়ে যায়, হয়তো নতুন কিছুর আশা দেখায়। আবার এই আশা পাশ্ববর্তী অনেকেরই হতাশা। এই ম্যাঙ্গো ডিপ্লোম্যাসি আঞ্চলিক রাজনীতির নতুন অধ্যায়। এই ডিপ্লোম্যাসি তে অনেকেরই হয়তো টনক নড়বে। পাইপলাইনে আটকে থাকা প্রতিষেধক ও হয়তো আশার আলো দেখাবে।এমন কিছু চলতে থাকলে হয়তো সামনের দিনে প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক রাজনীতি এবং ব্যাবসায়ীক প্রতিযোগিতা শুরু হবে খুব শীগ্রই। 

মন্তব্যসমূহ (০)


Lost Password