খালেদা জিয়ার বিরুদ্ধে সকালে মামলা বিকেলে খারিজ

খালেদা জিয়ার বিরুদ্ধে সকালে মামলা বিকেলে খারিজ

 ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার অভিযোগ এনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এই আদেশ দেন।

মামলার বাদী বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে এ মামলা করার পরে বিচারক তা ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিকেলে মামলা খারিজের আদেশ দেন।

মামলায় সাক্ষী করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শেখ সেলিম, শেখ হেলাল ও হাজি মো. মাহবুব আব্দুল্লাহকে।দুপুরে এ বি সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করার নির্দেশ দেন এবং নথি পর্যালোচনার পর আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

এর আগে সকালে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে মামলার আবেদন জমা দেন এবি সিদ্দিকী। এতে দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। বেলা ১১টায় এ বিষয়ে শুনানি হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনা ছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা। আর তার পরিকল্পনাকারী ইন্ধনদাতা খালেদা জিয়া। আসামি মুফতি হান্নানের জবানবন্দিতে তা প্রকাশ পেয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password