ভোট দিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

ভোট দিয়ে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ বিএনপি প্রার্থীর

প্রতিপক্ষ দলের বিরুদ্ধে এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের ভয়-ভীতি দেখানোর অভিযোগ করেছেন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মালেকা বানু উচ্চ বিদ্যালয় ভোটদান শেষে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ গাজীপুর, সাভারসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী বাহিনী এনে প্রত্যেকটা ভোটকেন্দ্রে জড়ো করছে। ভোটাররা সেখানে ভয়ে ভোট দিতে পারছে না। শুধু তাই নয়, ভয়-ভীতি দেখাচ্ছে। আমাদের পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে। প্রায় কেন্দ্র থেকে মারধর করে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে।

তিনি বলেন, উত্তরা রাজউক কলেজে ৮টি ইভিএম মেশিন এর ৪টি নষ্ট। সেখানে সাংবাদিকরা প্রবেশকালে তাদের বাধা দেয়া হয়। নবাব হাবিবুল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ওই কেন্দ্রের ভোটার না হওয়ায় ধানের শীষের  এজেন্ট ঢুকতেই দেয়নি দেয়নি পুলিশ। যা নির্বাচন কমিশনার আচরণবিধির মধ্যে পড়ে না। এই হচ্ছে ভোটের অবস্থা। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ভোটের দিন সাধারণ ছুটি থাকে। কিন্তু এবার ছুটি ঘোষণা করা হয়নি। অনেকে চাকরি করে, তারা ভোট দিতে আসবে না। ধানের শীষের ১০ জন ভোটারকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। 

মন্তব্যসমূহ (০)


Lost Password