বাঁশ নাচানি একটি নান্দনিক দৃশ্য। এটা মূলত দোহার নবাবগঞ্জ কেরানীগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার দেখা যায়। এটা বছরে একবার হয়ে থাকে। মেলা আগমনের বার্তা নিয়ে আসে এটা। লম্বা লম্বা ৬ থেকে ১৮ টি বা বাঁশ নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। একটি থাকে সর্বোচ্চ লম্বা।
এলাকায় এটাকে মাদার বাঁশ নাচ বলে থাকে। তবে বাঁশ নিয়ে নাচার আগে আরও কাজ করে নেয়। সেটাকে বলে তেলৌই। এদিন বাঁশ পরিষ্কার করে তেল মেখে মসৃণ করা হয় যাতে হাত বা অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতি না হয়।
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় বাঁশের বিভিন্ন অংশে শোভা পায় পোম (pom, ফুল ব ফুলের পাপড়ির সাদৃশ্য) এবং কাপড় দিয়ে মোড়ানো হয়। তবে অতীতে এ সব বাঁশের কারুকাজ করা হতো বিভিন্ন রঙের লম্বা কাপড় দিয়ে।
এর
পরের দিন একেক জন একটি করে বাঁশ নিয়ে ঘুরে বেড়ায় গ্রামের বাড়ি বাড়ি। একই রঙের কাপড় পরিধান করে বাঁশ হাতে নিয়ে, বাদ্য যন্ত্রের তালে তালে চলে যায় এলাকার বাড়িগুলোতে এবং কিছুক্ষণ নাচ প্রদর্শন করে। কেউ বাড়ি থেকে কিছু উপহার বা বকশিশ দিলে তারা নিয়ে থাকে। না দিলেও কোনো অভিযোগ থাকে না। এ ভাবে তারা বছরে একবার মাদার বাঁশ নাচের মাধ্যমে মেলার
আগমনি বার্তা দিয়ে থাকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন