নওগাঁর সাপাহারে মেশকাতুন জান্নাত (১৭) নামের এক কলেজ শিক্ষার্খী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুরগী হাটি একটি চারতলা ভবনের তৃতীয় তলায়। মৃত মেশকাতুন উপজেলার মহিলা কলেজের শিক্ষার্থী ও তিলনা ইউনিয়নের দামইল গ্নামের আবুল হোসেনের মেয়ে বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে এই আত্মহত্যার ঘটনা ঘটে। মেশকাতুন জান্নাত সাপাহারে তার ফুপুর সাথে ভাড়াস্থ বাসায় থাকতো। তার ফুফু আকতার বানু জবই উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন।নিহত মিশকাত জাহান মহিলা কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলো। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার ফুপু আকতার বানু মেশকাতুনকে রেখে নিজ কর্মস্থলে যান। ঘটনাক্রমে মেশকাতুন কলেজে না গিয়ে বাসায় ঘরের দরজা লেগে দিয়ে সবার অজান্তে সিলিংফ্যানে গলায় ওড়না পেচিয়ে আত্ম তহ্যা করে। দুপুর ২টার দিকে তার ফুপু স্কুল হতে বাসায় ফিরে রুম বন্ধ দেখে মেশকাতুনকে ডাকতে শুরু করে। কিছুতেই সাড়া না পেয়ে ফুপি আকতার বানু বাসার মালিককে বিষয়টি অবগত করেন।
এরপর বাসার মালিক চেষ্টা করেও কোন ফল নাপাওয়ায় স্থানীয় থানায় সংবাদ দেয়। খবর পেয়ে বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিংফেন হতে ঝুলন্ত অবস্থায় গলায় ফাঁস লাগানো মৃত মেশকাতুনকে নামায়। পারিবারের তরফ হতে কোন প্রকার আপত্তি না থাকায় মেসকাতুনের লাশ পুলিশ তার বাবাকে বুঝিয়ে দেন তবে এবিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
প্রাথমিকভাবে এখনও কলেজ পড়ুয়া মেসকাতুনের আত্মহত্যার কোন কারণ জানা যায়নি বলেও পুলিশ জানিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন