পিনাকী ভট্টাচার্যকে দেশে ফেরানোর দাবিতে মিছিল সমাবেশ

পিনাকী ভট্টাচার্যকে দেশে ফেরানোর দাবিতে মিছিল সমাবেশ

ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনীতে মুখর বগুড়ার রাজপথ পিনাকিকে ফেরানোর দাবিতে মিছিল সমাবেশ

জনপ্রিয় অনলাইন এ্যাকটিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে দেশে ফেরানোর দাবিতে মিছিল ও সমাবেশ হয়েছে বগুড়ায়। সমাবেশে দ্রুত ও নিরাপদে তাকে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। বগুড়া জেলা স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা এই আয়োজন করে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও পিনাকী দা’ বাইরে কেন’ ধ্বনি তুলে মিছিল নিয়ে বগুড়ার রাজপথ কাঁপিয়ে তোলে ছাত্ররা। পরে বগুড়া জেলা স্কুলের প্রধান ফটকের পাশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মহসিন রাজু, মাহবুব উদ্দিন প্যাটেল, মুঈদ আহম্মেদ, ঝলক পায়েল এবং তৌফিক চৌধুরী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে জনমত তৈরী ও তার পতনে বিশাল ও সাহসী ভ‚মিকায় ছিলেন পিনাকি ভট্টাচার্য। তারা বলেন, ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হল অথচ তিনি বিদেশের মাটিতেই রয়ে গেলেন এটা দুঃখ ও লজ্জাজনক বৈকি। সম্মানের সাথে যেন পিনাকী ভট্টাচার্যকে দেশে ফিরিয়ে আনা হয় সেজন্য তারা ড. ইউনূস সরকার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি জানান ।

মন্তব্যসমূহ (০)


Lost Password