টিকা কার্যক্রম নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নতুন নির্দেশনা

টিকা কার্যক্রম নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নতুন নির্দেশনা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে শনিবার (৭ আগস্ট)। সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়নে রবি, সোম ও মঙ্গলবার যেকোন দিন অঞ্চলভেদে এ কার্যক্রম চলবে। এ লক্ষ্যে স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ কর্তব্যরতদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৫ আগস্ট) অধিদফতরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নিদেশনাটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জনসহ স্থানীয় কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ৭ আগস্ট সারাদেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে। উপজেলা, পৌরসভাসমূহে শনিবার নিয়মিত ইপিআই টিকাদান কার্যক্রম রয়েছে থাকলে সেসব স্থানে রোববার বা সোমবার টিকা ক্যাম্পেইন হবে। তবে দুর্গম এলাকায় ৭ থেকে ৯ আগস্ট এর মধ্যে স্থানীয় ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করা যেতে পারে। সিটি কর্পোরেশন এলাকায় ৭ থেকে ৯ আগস্ট ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখা যেতে পারে। ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা এলাকায় সিনােফার্ম এবং সিটি কর্পোরেশন এলাকায় মডার্না ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইনে শুধুমাত্র ১ম ডোজ দেওয়া হবে।

এদিকে ক্যাম্পেইনে গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের টিকা দেওয়া হবে না। ২৫ বছর ও তদুর্ধ্ব জনগােষ্ঠীকে ভ্যাকসিন প্রদান করা হবে। ক্যাম্পেইন শুরুর প্রথম দুই ঘন্টা অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চাশাের্ধ্ব বয়স্ক জনগােষ্ঠী, নারী এবং শারীরিক প্রতিবন্ধীদেরকে ভ্যাকসিন প্রদান করতে হবে। জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্র্ড সঙ্গে আনতে হবে। অন্যদিকে নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনভাবেই বন্ধ করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password