প্রথম দিনের লকডাউনে রাজধানীতে আটক প্রায় পাঁচ শতাধিক

প্রথম দিনের লকডাউনে রাজধানীতে আটক প্রায় পাঁচ শতাধিক
MostPlay
করোনা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে শুরু হওয়া সাতদিনের লকডাউনের প্রথমদিন। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া লকডাউনে নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় শুধু রাজধানী ঢাকাতেই ৪৯৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কঠোর লকডাউন বাস্তবায়নে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেয় পুলিশ। ২১ দফা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে নেমেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কড়া নজরদারিতে টহলে আছে সেনাবাহিনী।

এদিকে, বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে আট জনকে।

অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘ট্রাফিক বিভাগ, অপরাধ বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত মিলিয়ে এ সংখ্যক মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

আটক ও গ্রেফতার-
ডিএমপি জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ৩১৬ জন আটক করা হয়েছে তেজগাঁও এলাকা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ মিরপুর এলাকায়। সেখানে আটক হয়েছে ১০৫ জনকে। রমনায় ৫৭, ওয়ারীতে ৪, গুলশানে ১৫ জনকে আটক হয়েছে। তবে লালবাগ, মতিঝিল ও উত্তরা এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।

সবচেয়ে বেশি ১৩১ জনকে গ্রেফতার হয়েছে গুলশান এলাকা থেকে। রমনা থেকে ২ জন, লালবাগে ৩৮, মতিঝিলে ২, ওয়ারীতে ১৯, মিরপুরে ৩০, উত্তরাতে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। আদালত অপরাধ বিবেচনায় অর্থদণ্ড দিতে পারে।

জরিমানা-
ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের হিসেবে সবচেয়ে বেশি জরিমানা হয়েছে গুলশান এলাকায়। এলাকাটিতে জরিমানা করা হয়েছে এক লাখ ২ হাজার ৭ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ হাজার ১০০ টাকা জরিমানা হয়েছে লালবাগে। তৃতীয় অবস্থানে রয়েছে ওয়ারি বিভাগ। সেখানে জরিমানা করা হয়েছে ৭১ হাজার ৭০০ টাকা।

মতিঝিল বিভাগে জরিমানা আদায় হয়েছে ৬৫ হাজার ৮৫০ টাকা। এছাড়া রমনায় ৫৮ হাজার ৫০০, মিরপুরে ৫১ হাজার ৫৫০, তেজগাঁও বিভাগে ৪৭ হাজার ৩০০ এবং উত্তরা বিভাগ থেকে ১৭ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গুলশান থেকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো জরিমানা করা হয়নি। তবে সড়কে ২১টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। যেখান থেকে টাকার অংকে জরিমানা হয়েছে ৮৯ হাজার টাকা। বাকি ১৩ হাজার ১০০ টাকা জরিমানা হয়েছে মোবাইল কোর্টে।

মামলা
রাজধানীতে মোট মামলা হয়েছে ২৭৪টি। এর মধ্যে ৯৮টি মামলা হয়েছে মিরপুর বিভাগে। রমনায় ৪৫, লালবাগে ৩৭, মতিঝিলে ২৮, ওয়ারীতে ১৫, তেজগাঁওয়ে ১২, গুলশানে ২১ ও উত্তরাতে ১৮টি মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password