করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে নেয়া হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে সিটি স্ক্যানের জন্য  হাসপাতালে নেয়া হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাড়ি ফিরোজা থেকে রওনা দিয়েছেন তিনি।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও তার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং গৃহকর্মী ফাতেমা উপস্থিত রয়েছেন।এর আগে বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসভবন ফিরোজায় যায় মেডিকেল টিম।

সেখান থেকে বেরিয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার শরীরিক অবস্থা ভালো। ব্লাড প্রেসার ঠিক আছে। অক্সিজেন সেচ্যুরেশন ঠিক আছে। তবে সকালে হালকা জ্বর ছিল। তাপামাত্রা ১০০ কাছাকাছি ছিল। তবে তিনি স্থিতিশীল আছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password