৫০ হাজার সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ, আটক ১

৫০ হাজার সিমসহ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ, আটক ১

রাজধানীতে ৫০ হাজার সিমসহ বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়েছে। এসময় মো. সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১০ জুন) সকালে রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিটিআরসির অনুমোদনবিহীন ভিওআইপি সরঞ্জামাদি ব্যবহার করে দেশ থেকে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগের ব্যবসা করে আসছিলেন আব্দুর রহিম রাজ। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি দল রাজধানীর নয়াপল্টন এলাকার একটি বাড়িতে অভিযান চালায়।

সেখান থেকে অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জামসহ মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে তারা। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৬টি সিমবক্স, ৯টি ল্যাপটপ, ১২টি রাউটার, মডেম ৮টি, পেনড্রাইভ ১২টি, প্রায় ৫০ হাজার বিভিন্ন কোম্পানির সিমকার্ড এবং ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, 'সাইফুল ইসলাম তিন বছর ধরে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদি দেশের বিভিন্ন স্থানে স্থাপন করে বহির্বিশ্বের সঙ্গে টেলিযোগাযোগ ব্যবসা করছেন। এর মাধ্যমে তিনি সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। তার বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।'

মন্তব্যসমূহ (০)


Lost Password