সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিচার বহির্ভূতভাবে মানুষকে হত্যা ও গুম করা সরকারের রুটিনে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সরকার।সোমবার (৩১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব অডিটোরিয়ামে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা শত শত নেতাকর্মীকে গুম করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বিএনপি আরো শক্তিশালী হয়েছে। দেশে এখন সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে। ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল করতে হবে। বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিতে হবে।

শামীম বলেন, ইসলামী মূল্যবোধের মিশ্রণ বিএনপিকে জনপ্রিয় করে তোলে। শহীদ জিয়া ঘোষিত ১৯ দফা কর্মসূচি দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে এক রাজনৈতিক দর্শন হিসেবেই অখ্যায়িত করা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্যে সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে আজকে দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি।  

‘চারদশক আগে চারদিকে হতাশা, ক্ষোভ, এবং স্বাধীনতা পরবর্তী সরকারের প্রতি অতিষ্ঠ জনগণের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার করে পথচলা শুরু হয় বিএনপির। দীর্ঘ এই পথ পরিক্রমায় সীমাহীন প্রতিকূল পরিস্থিতিও মোকাবেলা করতে হয়েছে। জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি মুক্তির সনদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ’ 

সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, এক-এগারোর সরকারের সময়ে বিএনপির ওপর যে মামলা, হামলা, জেল, জুলুম শুরু হয়েছিল তার ধারাবাহিকতা এখনো চলছে। হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা মামলায় জর্জরিত।  

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস’র পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মামুন মিয়া, যুবদলের সভাপতি মো. শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ সাইফুদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, জেলা তাতী দলের আহ্বায়ক নুরুল আবছার।  

মন্তব্যসমূহ (০)


Lost Password