ঢাকার ৬২ ইউনিয়নে ক্যাশলেস স্মার্ট সেবার শুভ উদ্বোধন

ঢাকার ৬২ ইউনিয়নে ক্যাশলেস স্মার্ট সেবার শুভ উদ্বোধন

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকার ৬২ ইউনিয়নের ক্যাশলেস স্মার্ট সেবার উদ্বোধন করা হয়। ঢাকা জেলার ইউনিয়ন পরিষদসমূহের জন্য ক্যাশলেস স্মার্ট সেবার উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনারকলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ। জানা যায়, ক্যাশলেস স্মার্ট সেবার ফলে সেবাপ্রার্থীরা দ্রুত এবং ঝামেলা মুক্ত সেবা, মিনিটের মধ্যে ক্যাশলেস সুবিধা, গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি, সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

এসময় জানানো হয়, ক্যাশলেস স্মার্ট ইউনিয়ন পরিষদের সেবার আওতায় ঢাকা জেলার ৬২টি ইউনিয়নের নাগরিকগণ এখন থেকে তাদের নিজস্ব ইউনিক আইডি ব্যবহার করে বিকাশের মাধ্যমে ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন। বিকাশের মাধ্যমে ট্যাক্স প্রদান করার সাথে সাথে ট্যাক্স প্রদানের রশিদ দেখতে এবং ডাউনলোড করতে পারবেন।

আরও জানানো হয়, নাগরিকগণ 'স্মার্ট ইউপি, ঢাকা' মোবাইল এপ্লিকেশন অথবা ওয়েবসাইটের (smartup.gov.bd) মাধ্যমে ট্যাক্স যাচাই করতে পারবেন এবং অ্যাপ অথবা এসএমএস এর মাধ্যমে চলতি ও বকেয়া ট্যাক্স সম্পর্কে জানতে পারবেন। এতে জনগণের সময়, খরচ ও ইউনিয়ন পরিষদে যাতায়াত কমবে।

ইতিমধ্যে এ উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আদর্শ কর তফসিল ২০১৩ অনুযায়ী প্রায় ৪ লক্ষ হোল্ডিং এর ডাটা এন্ট্রি করা হয়েছে জানিয়ে বলা হয়, বিকাশের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা ও বিকাশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং নাগরিক সেবা সহজীকরণের ক্ষেত্রে 'ঢাকা জেলার ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম' একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password