রিমুভার ছাড়া নেইল পলিশ উঠানোর সহজ উপায়

রিমুভার ছাড়া নেইল পলিশ উঠানোর সহজ উপায়

রং-বেরঙের নেইল পলিশ দিয়ে বেশ তো নখ রাঙাচ্ছেন! কখনো পোশাকের সঙ্গে মিলিয়ে, কখনও-বা ইচ্ছেমতো তুলির আঁচড়ে সেজে উঠছে নখ। তবে নেইল পলিশ উঠানোর সময় রিমুভার না থাকলে ঝামেলা পোহাতে হয়।

চিন্তার কারণ নেই, কারণ রিমুভার না থাকলেও নেইল পলিশ উঠানোর পাঁচটি বিকল্প উপায়ের কথা বলেছে টাইমস অব ইন্ডিয়া। চলুন জেনে নিই সেগুলো কী। 

টুথপেস্ট:

একটি পুরাতন টুথব্রাশের সঙ্গে একটু টুথপেস্ট লাগিয়ে নখে ঘষুন। পেস্টের ভিতরে রয়েছে ইথাইল অ্যাসিটেট উপাদান যা পোলিশ রিমুভারের মতো কাজ করে।

ডিওডরেন্ট:

বিকল্প আরেকটি সহজ উপায় ডিওডরেন্ট দিয়ে নেইলপলিশ তোলা। নখের ওপর স্প্রে করে তুলা দিয়ে ঘষুণ। একটু সময় নিয়ে ঘষলে পলিশ উঠে যাবে।

স্যানিটাইজার লিকুইড:

রিমুভারের চেয়ে যেকোনো স্যানিটাইজার দ্রুত কাজ করে। তুলা ছোট গোল গোল বলের মতো করে স্যানিটাইজার লাগিয়ে নখের ওপর ঘষুন দেখবেন নেইল পলিশ উঠে গেছে।

সুগন্ধি:

ডিওডরেন্টের মতোই, সুগন্ধি বা বডি স্প্রেও সমস্যার সমাধান করবে। টিস্যু পেপারে সামান্য স্প্রে করে নখের ওপর ঘষুন দেখবেন কাজ করবে।

হেয়ারস্প্রে:

হেয়ারস্প্রেও রিমুভারের মতো কাজ করে। তাই তুলার সঙ্গে মিশিয়ে নখে লাগিয়ে ঘষুন। খুব দ্রুত কাজ করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password