যেকোনো সময় মহামারি রূপ নিতে পারে করোনা

যেকোনো সময় মহামারি রূপ নিতে পারে করোনা

যেকোনো সময় মহামারি রূপ নিতে পারে করোনা সংক্রমণ। তাই দেশবাসীকে করোনা সংক্রমণের বর্তমান পর্যায়ের নিয়ন্ত্রিত অবস্থা দেখে আত্মতুষ্টিতে ভোগা বা অবহেলা না করার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজের সরকারি বাসভবন থেকে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে এক ভিডিও কনফারেন্সে এ অনুরোধ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে করোনা ভাইরাস দ্রুতগতিতে রূপ পরিবর্তন করছে বলে গতকাল রোববার গবেষকরা জানিয়েছেন। বিশ্বে করোনার এই রূপ পরিবর্তনের হার প্রায় ৭ শতাংশ। তবে বাংলাদেশে তা প্রায় ১৩ শতাংশ। যেকোনো সময় করোনা সংক্রমণ বাংলাদেশে মহামারি রূপ নিতে পারে। তাই সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পালনে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান করছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৯০ হাজার রোগী শনাক্ত হয়েছে। ব্রাজিলের অতিরিক্ত সংক্রমণের ধাক্কা প্রতিবেশী আর্জেন্টিনাতে গিয়ে ঠেকেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password