ঘূর্ণিঝড় রেমালের কারণে সাতক্ষীরায় কন্ট্রোল রুম চালু

ঘূর্ণিঝড় রেমালের কারণে সাতক্ষীরায় কন্ট্রোল রুম চালু

ঘূর্ণিঝড় রেমালের কারণে সাতক্ষীরায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’ সম্পর্কিত জরুরি তথ্য সংগ্রহ ও বিতরণের জন্য ‘কন্ট্রোল রুম’ চালু করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। শনিবার (২৫ মে) জেলা প্রশাসনের দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্রনয় বিশ্বাস। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তাদের স্টেশন ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে। আমাদের স্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা বাড়ি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের উপযোগী করা হয়েছে।

কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে- ০২-৪৭৭৭৪২৩৪৪, মোবাইল নম্বর হচ্ছে- ০১৭৭৫৯১৭০৭১।

মন্তব্যসমূহ (০)


Lost Password