পেরুর বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

পেরুর বিপক্ষে ব্রাজিলের সহজ জয়
MostPlay

দক্ষিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দুর্বার গতিতে এগিয়ে চলেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। শুক্রবার সকালে পেরুকে ২-০ গোলের ব্যাবধানে হারিয়ে আট ম্যাচ আট জয় তুলে নিয়েছে ব্রাজিল।

এ ম্যাচেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের পায়নি ব্রাজিল। তাই প্রায় দ্বিতীয় সারির দলই সাজাতে হয়েছে ব্রাজিল কোচ তিতেকে। গোলবারের নিচে ওয়েভারটনকে রেখে ৪-৪-২ ফরমেশনে দল সাজান তিনি। রেসিফের এরেনা ডি পার্নামবুকো স্টেডিয়ামে করা দুটি গোলেই অবদান নেইমারের। ১৪ মিনিটে রিবেইরোকে দিয়ে গোল করানোর পর ৪০ মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। তাতে বিশ্বকাপের বাছাইয়ে রেকর্ড ১২তম গোল করে এখন তিনিই শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই আর গোল করতে পারেননি। ফলে ম্যাচ শেষ হয়েছে ব্রাজিল ২-০ গোলের জয়ে। এই জয়ের ফলে আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের লিগ তালিকায় প্রথম স্থান ধরে রাখলেন নেইমাররা। সমান ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা।

মন্তব্যসমূহ (০)


Lost Password