মামুনুল ও ফয়জুল করীমের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবরোধ

মামুনুল ও ফয়জুল করীমের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবরোধ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের গ্রেপ্তারসহ সাত দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা অবরোধ করে রাখে মুক্তিযুদ্ধ মঞ্চ।

শনিবার বিকেল ৪টা থেকে শাহবাগ মোড়ে মুক্তিযুদ্ধ মঞ্চের আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুন নেতৃত্বাধীন অংশের আহ্বানে সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেন। পরে তারা শাহবাগ মোড়ের রাস্তা আটকে গণজমায়েত শুরু করেন। তারা আগামী ১ ডিসেম্বর সারা দেশে একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাত দফা দাবির মধ্যে আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী মামুনুল হক ও ফয়জুল করীমের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি; দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ; সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশে অবিলম্বে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা। 

বিকেল পাঁচটার দিকে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড় থেকে সরে যান।

মন্তব্যসমূহ (০)


Lost Password