চীনের সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ টীকা ক্রয়ের অনুমোদন

চীনের সিনোফার্মের আরো ৬ কোটি ডোজ টীকা ক্রয়ের অনুমোদন
MostPlay

দেশ যখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ও মৃত্যুতে নাজেহাল অবস্থা ঠিক তখনই বাংলাদেশ সরকার এক কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন দেশ থেকে আনছে করোনা ভ্যাক্সিন।

এই তালিকায় আছে বিশ্বের কিছু দেশ করোনার টিকা উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় চীন, রাশিয়া, ভারত ছাড়া অন্য দেশ থেকে টিকা আনার সম্ভাব্য বিকল্প পথ খুঁজে দেখছে। কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়ার প্রক্রিয়ায়ও বাংলাদেশ যুক্ত হয়েছে। বিভিন্ন দেশ থেকে কো-ভ্যাক্স আনার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। যা প্রশংসার দাবিদার।

এর আগে চীনে সিনোফার্ম থেকে ২০ লাখের বেশি টীকা আনা হয়। তার পর পর মোট ১১ লাখ ডোজ উপহার হিসেবে পাঠায় চীন। সম্প্রতি চীনের সিনোফার্ম থেকে আরো ছয় কোটি ডোজ করোনার টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

১১ আগস্ট ( বুধবার) দুপুর ২:৩০ মিনিটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি ২৭তম এক সভায় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত বৈঠক শেষ করে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এ সভায় অর্থমন্ত্রী বলেন আমরা সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ৬ কোটি ডোজ ভ্যাক্সিন ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছি। এতে দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে ভ্যাকসিন আওতায় আনা যাবে। এজন্য আরো ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কেনা প্রয়োজন। ইতি মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে।

তবে ভ্যাকসিনের দাম প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিডিটাইপকে জানান, দাম এখন বলার পরিস্থিতে নেই। তবে আগের নির্ধারিত যে দাম আছে তার চেয়ে বাড়েনি। তিনি আরো জানান যে এখনো আমাদের ২৭ কোটি ডোজ টিকা দরকার।

সিনোফার্ম প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন ব্যক্তভাবে জানান যে, ভ্যাকসিনের বিষয়ে চীনের সঙ্গে নন-ডিসক্লোজার একটি এগ্রিমেন্ট আছে। সেজন্য দামটি প্রকাশ করা যাবে না। আমরা আশা করি ৬০ মিলিয়ন চীনের সিনোফার্মের টীকা পাবো। আশা করা যাচ্ছে যে আগামী নভেম্বরের মধ্যে এ ভ্যাকসিন পাবো।

আজকের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদফতর কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ডোজ টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) চুক্তিপত্রে উল্লিখিত একক মূল্যে কেনার অনুমোদন দেয়া হয়েছে। এর আগে সরকার চীনের কাছ থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ ভ্যাকসিন ক্রয় করে। তার মধ্যে ৭০ লাখ ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে দেশে এসে পৌঁছেছে। এর বাইরে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় দেশে আরও ১৭ লাখ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন এসেছে।

চীন থেকে উপহার হিসেবে বাংলাদেশ পেয়েছে আরও ১১ লাখ ডোজ ভ্যাকসিন। এ থেকে আশা করা যাচ্ছে যে প্রতিটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ে সকল জনগণ এই টিকার আওতায় আসবে আগামী ছয় মাসের মধ্যেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password