একদিনে আরো ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে

একদিনে আরো ২৫৫ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে
MostPlay

আরো ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে। তার মধ্যে রাজধানীতেই ভর্তি হয়েছেন ২৩৩ জন।

এ নিয়ে দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় ১ হাজার ২৫৭ জন। গতকাল (৩ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এন্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যানসূত্রে এসব তথ্য পাওয়া গিয়েছে। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুনে ২৭২ জন ডেঙ্গু রোগী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বমোট ১১ হাজার ২৩৬ জন। এদের মধ্যে সুস্ত্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯ হাজার ৯২৭ জন। 

ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজধানী ঢাকার বাইরেও। গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২২ জন। ঢাকার ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রায় ১ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। 

বিগত ২৪ ঘন্টায় একজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যসূত্রে জানা গিয়েছে, চলতি বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪৯ জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password