বনানীতে বাসের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

বনানীতে বাসের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের

রাজধানীর বনানীতে বেপরোয়া বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। নিহতের নাম আক্কাস আলী। রাজধানীর বনানীতে বেপরোয়া বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল চালক। বনানী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী কবরস্থানের সামনে দিয়ে প্রধান সড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় বিনিময় পরিবহনের একটি বাস। পরে বাসটি পালানোর চেষ্টা করলে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আক্কাস আলী।

বাসের যাত্রীরা জানান, অতিরিক্ত ভাড়া নেয়ায় দুর্ঘটনার একটু আগে বাসটিকে জরিমানা করে ম্যাজিস্ট্রেট। হেলপারের সাথে এ নিয়ে আলাপ করছিলেন বাসচালক। এরমধ্যেই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে যাত্রীরা চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password