নওগাঁর পত্নীতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  দুপুরে পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা চত্বরে প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে ইউএনও'র নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গগণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মোতাহার হোসেন, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, বামইল সিনিয়র মাদ্রাসার ইংরেজি প্রভাষক দেলোয়ার হোসেন, বাঁকরইল উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসেদ আলী, খলনা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আঃ মতিন, শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন, বামইল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মোকসেদ আলী, সন্তোষপাড়া মাদরাসার সুপার মোশাররফ হোসেন, কাঁটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরান হোসেন, মহেশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মরতুজা প্রমুখ।

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী জানিয়ে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সরকারি করা না হলে কোন শিক্ষক সংসদ নির্বাচনে ভোট গ্রহনের দায়িত্ব পালন করবেন না, সকল ভোট কেন্দ্রে তালা ঝুলানো হবে।

প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ছাত্র-শিক্ষক নিয়ে রাস্তা ঘাট অবরোধ করা হবে এবং প্রশাসনের গেট গুলোকে ব্লক করে দেওয়া হবে।  উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ পপি খাতুন শিক্ষকদের দেওয়া  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবির স্মারকলিপি শিক্ষা উপদেষ্টা বরাবর পাঠানোর আশ্বাস দেন এবং শিক্ষকদের কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password