কী ঘটেছিলো গুলিস্তানে?

কী ঘটেছিলো গুলিস্তানে?
MostPlay

মাত্র দু'দিনের মাথায় আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো রাজধানী। বিকেলে গুলিস্তানের সিদ্দিক বাজারে একটি সাত তলা ভবনের নিচ তলায় বিস্ফোরণ হয়। ক্ষতবিক্ষতরা লুটিয়ে পড়েন ভবনের ভেতরের মেঝেতে-সড়কে। বিস্ফোরণের ভয়াবহতা থেকে রক্ষা পায়নি আশেপাশের ভবন, এমনকি সড়কে থাকা গাড়িও। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচে সুয়ারেজ লাইনের গ্যাস জমেই বিস্ফোরণ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া গেছে ১৭ জনের মৃত্যুর খবর।

ঘড়ির কাটায় বিকাল ঠিক ৪ টা ৫০ মিনিট হঠাৎ গুলিস্তানের সিদ্দিক বাজারে কয়েক সেকেন্ডের বিস্ফোরণ কিন্তু এর ভয়াবহতা কল্পনার অতীত। দুর্ঘটনায় মুহূর্তেই পাল্টে যায় পুরো এলাকার চিত্র, ক্ষত বিক্ষতরা লুটিয়ে পড়ে ভবনের ভিতরে আর বাহিরের সড়কে। বিস্ফোরণের ভয়াবহতার ছাপ স্পষ্ট আশপাশের ভবনে আর সড়কে থাকা গাড়িতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ভবনের ওপর থেকে ছিটকে পড়েন মানুষ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি সাত তালা, এর এক ও দুই তলায় ছিল সেনেটারী দোকান তার উপরে ফ্লাট বাড়ি। ভবনের মালিক মৃত  রেজাউর রহমান তার এক ছেলে বিস্ফোরণের সময় ভবনের ৪ তলায় ছিলেন। তার সাথে কথা বলা হলে তিনি জানান, তিনি জানান ঘটনার বিস্তারিত।

রাজধানীর সবচেয়ে জনজীর্ণ এলাকা গুলিস্তান বিস্ফোরণের সময় এই এলাকায় গিজগিজ করছিল মানুষ। ভবনের সামনের সড়কেও ছিল যানজট। বিস্ফোরণের সময় ভবন থেকে দেয়াল ও কাঁচ এসে পরে সড়কে। ভবনের ভেতরের ছাদ ও ধসে পড়েছে। বিস্ফোরণ হয়েছে নিচতলায় ধারণা করা হচ্ছে ভবনের নিচে সুয়ারেজ লাইন থেকে গ্যাস জমে এমন এমন ভয়াবহ বিস্ফোরণ। তবে এর পেছনে নাশকতা আছে কিনা তাও খতিয়ে দেখছে গোয়েন্দারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password