নওগাঁর সাপাহারে তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন এর মৃত্যুতে উপজেলা প্রশাসনের শোক বার্তা প্রকাশ করা হয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন স্বাক্ষরিত এক শোক বার্তায় জানানো হয়, নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মোসলেম উদ্দীন অদ্য সকাল ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি একজন সৎ ও নিষ্ঠাবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, সাপাহার, নওগাঁ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। ওই শোক বার্তায় বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।
মরহুমের জানাজা আগামীকাল (রোববার) সকাল ৯ টায় তার নিজ গ্রাম বাবুপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। তিনি তিলনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন