কুমিল্লার নাঙ্গলকোটে দু’টি ট্রেনের সংঘর্ষে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন এবং চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তা আমিনুল ইসলামসহ ৩০জন আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
রোববার ১৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রোবাবার সন্ধ্যা ৬টার দিকে হাসানপুর রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেন অপেক্ষমান ছিল। এ সময় মেইন লাইন ক্লিলার না করায় সোনার বাংলা ট্রেন লুপ লাইনে ঢুকে পড়ে। এতে উভয় ট্রেনের সংঘর্ষ হয়।
এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন ও ৩টি যাত্রীবাহী বগি ও একটি মালবাহী বগি দুমড়ে মুচড়ে যায় এবং লাইনচ্যুত হয়। মালবাহী ট্রেনের পেছনের গার্ডে বগি দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সোনার বাংলা ট্রেন মেইন লাইনে যাওয়ার কথা ছিলো। কিন্তু মেইন লাইনের সাথে আপ লাইন পরিবর্তন না করায় এ ঘটনা ঘটে। সোনার বাংলা ট্রেনটি দ্রুত গতিতে আসছিলো।
আহত সাঈদুর রহমান জানান, ইফতার করার পর হাত ধোয়ার সময় হঠাৎ বিকট শব্দ হয় এবং বগিগুলো একটার ওপর আরেকটা উঠে যায়। ঘটনার পর স্থানীয়রা লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কয়েকজনকে শাহ আলী বাসে করে কুমিল্লার দিকে পাঠানো হয়। দুর্ঘটনার পর হাসানপুর স্টেশনের মাস্টার সোহাগ বড়ুয়া পালিয়ে যান বলে জানিয়েছে স্থানীয়রা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন