নওগাঁর রানীনগর উপজেলার জালাবাদ গ্রামে মাঠে খেলার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সামিউল (১২) এবং রিফাত (৪) একই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দুই ভাই মাঠে খেলছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই সামিউল ও রিফাত মারা যান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন