সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সই জাল করে ভাইস চেয়ারম্যান কারাগারে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সই জাল করে ভাইস চেয়ারম্যান কারাগারে
MostPlay

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করায় দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের প্রার্থী রবিউল ইসলাম সোহাগের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা ও ফৌজদারি আইনে মামলাটি করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

রোববার দুপুরে আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিন আবদেন করলে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট (আমলি আদালত-১) ঈসমাইল হোসেন জামিন আবদেন নামঞ্জুর করে রবিউলকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি সাংবাদিককে নিশ্চিত করেন দিনাজপুর আদালত পুলিশ পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান। মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৭ অক্টোবর স্মার্টফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখেন, আসামি রবিউল ইসলাম সোহাগ একাধিক আইডিতে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর জাল করে দলীয় প্যাড ও লোগো জালিয়াতির মাধ্যমে ‘অভিনন্দন রবিউল ইসলাম (সোহাগ) শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, দিনাজপুর জেলা শাখা’ শিরোনামে প্রতারণামূলক, মিথ্যা, ভুয়া তথ্য প্রকাশ ও প্রচার করেন। ওই ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, সাব্বিরুল আহসান ছবি ২০১৮ সালের ১২ ডিসেম্বর মৃত্যুবরণ করায় ওই পদটি শূন্য হয়।

সেই পরিপ্রেক্ষিতে রবিউল ইসলাম সোহাগ, পিতা : জাবেদ আলী, মা : সাবরুন নেসা, গ্রাম: দক্ষিণ ফরিদপুর, চেরাডাঙ্গী সদর, দিনাজপুরকে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার নিয়োগ/পদস্থ করা হলো। এই আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।’ উল্লেখ্য, ২০২০ সালের ৮ অক্টোবর মামলাটি করেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।

ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে মিথ্যা, মানহানিকর ও প্রতারণামূলক মিথ্যা তথ্যের ভিত্তিতে জাল প্রেস বিজ্ঞপ্তি তৈরির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২২/২৩/২৪/২৯/৩১(২)/৩৫ ধারা এবং ফৌজদারি দণ্ডবিধি-১৮৬০ এর ৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারায় মামলাটি করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password