বিদেশ থেকে টিকা আনার বিরুদ্ধে নানাভাবে অপ্রচার চালাচ্ছে বি এন পি

বিদেশ থেকে টিকা আনার বিরুদ্ধে নানাভাবে অপ্রচার চালাচ্ছে বি এন পি

গত শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ এ অভিযোগ করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন সরকার যখন ভারতের সেরাম থেকে টিকা আনার জন্য অনুমোদন শুরু করে তখনো নানাভাবে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে বিএনপি। অথচ বিএনপি যেভাবে অপপ্রচার চালাচ্ছে তা মেনে নেওয়ার মতো নয়। তবে, বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে দাবি করেন তথ্যমন্ত্রী। আমরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন।

ড. হাছান আরও বলেন দেশের মানুষকে করোনা মহামারি থেকে বাচানোর জন্য জননেত্রী শেখ হাসিনার অবদান সারা বিশ্বে প্রশংসনীয়। কিন্তু রাজনৈতিক স্বার্থ হাসিলে সংগ্রহের কাজের শুরু থেকেই এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বিএনপি। এমনকি টিকা আসার পর তা যেন জনগণ না নেয়, সেজন্য টিকার বিরুদ্ধে তারা অপপ্রচারও চালিয়েছে। আবার কদিন পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছে। আবার কেউ কেউ প্রকাশ্যে টিকা নিয়ে স্বস্তি প্রকাশও করেছে।

ভারত থেকে টিকা আসা বন্ধ হলে যখন বাংলাদেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে,  তবে বিএনপির বৈদেশিক শাখাগুলো ভেতরে ভেতরে অপচেষ্টা চালাচ্ছে বলে জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন তাদের, এ ষড়যন্ত্রকোনো কোনো কাজ হবে না। সরকার বিভিন্ন সূত্র থেকে টিকা আনবে এবং শিগগিরই আবার ব্যাপকভাবে টিকাদান শুরু হবে। ভারতের নিষেধাজ্ঞার কারণে চুক্তির পরও সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা পাচ্ছে না বাংলাদেশ। এ অবস্থায় চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা কেনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু এখনও চূড়ান্ত কিছু হয়নি। একপর্যায়ে টিকার অভাবে ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া গণটিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে টিকার জন্য রাশিয়া সাথে এক চুক্তি হয়েছে। রাশিয়ার টিকা ইতিমধ্যে দেশে আসতে শুরু করেছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password