রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী

রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবার পরিজন নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় এক শতাধিক বন্ধু অনুষ্ঠানস্থলে সমবেত হন। সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দি করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ১০টা থেকে রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে , এসো মিলি প্রাণের বন্ধনে, এই স্লোগান নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ওবায়দুল ইসলাম রনি, শেখ ইসলাম, বিদ্যাসাগর, জয় গীতা মন্ডল, মুন্না লস্কর, আনোয়র শিকদার, আরিফুর রহমান, হাসনা হেনা, জ্যোৎস্না সরকার, শেফালী আক্তার, বাসুদেব সরকার, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক হরিপদ সরকার, বর্তমান প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

পুনর্মিলনীতে জানানো হয়, রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ২০০০ সালের এসএসসি পরীক্ষা দেওয়া থেকে এ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে বন্ধুদের খোঁজখবর নেয়ার পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার জন্য এ আয়োজন। পুনর্মিলনী অনুষ্ঠানে আসা শিক্ষার্থী জয় গীতা মন্ডল বলেন, ২৫ বছর পর সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় এ ধরনের গেট টুগেদার আয়োজন করেছি। ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় থাকবে। শিক্ষার্থী ওবায়দুল ইসলাম রনি বলেন, হাজার মাইল দূরে এসে দীর্ঘ ২৫ বছর পর একই ব্যাচের এত বন্ধুকে পেয়ে আমি আনন্দিত। পুনর্মিলনীতে বন্ধুরা বিভিন্ন সময়ে দেশে- বিদেশে অবস্থানরত ব্যাচের বন্ধুদের চিকিৎসায় আর্থিক সহযোগিতায় দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখার ও সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ হবে আহ্বান জানান হয়।

অনুষ্ঠানে আয়োজক শিক্ষার্থীরা পুরানো বন্ধুদের বিভিন্ন তথ্যসহ আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়। গান, নাচ, আড্ডা আর কৌতুকে মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন ব্যাচের বন্ধু জয়গীতা মন্ডল ও সুচিত্রা দে। এ ছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাড়ি ভাঙ্গা খেলা । শেষ পর্যায়ে মধ্যাহ্ন ভোজের পাশাপাশি মনোরম পরিবেশে ফটোসেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থী মো. ওবায়দুল ইসলাম রনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password